ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘বিকাল পাঁচটার পর আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’


মোহাম্মদ আলী বলেন, ‘আমরা ধারণা করছি, এসির বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটায় সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না, আগুনের সূত্রপাত কীভাবে হলো। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’


ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহ আল মামুন বলেন, ‘আদালতের এজলাসে দ্বিতীয় তলার ফলস ছাদের ওপরে নিষ্পত্তিকৃত নথি রাখার স্থানে আগুনের সূত্রপাত ঘটে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও তা বলা যাচ্ছে না।’ তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।


আদালতের এজলাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আদালত চলাকালীন এজলাসের পেছন দিক থেকে কিছু ধোঁয়া আসছিল। এরপর বিচারক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, ‘দেখেন তো কীসের ধোঁয়া আসতেছে।’ এরপর দেখা যায়, এজলাসের পেছনেই মামলার নথি রাখার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। কর্মকর্তারা ধারণা করছেন, এসি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হতে পারে।


ads

Our Facebook Page